মেসিকে ঘিরে বিশৃঙ্খলা, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় কলকাতা

দীর্ঘ দুই দশক পর লিওনেল মেসির ভারত সফর শুরু হলেও, সেই যাত্রার প্রথম দিনেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে আয়োজকরা। জিওএটি ট্যুরের অংশ হিসেবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অব্যবস্থাপনার জেরে গ্যালারিতে তীব্র হট্টগোল দেখা দেয়।
বিজ্ঞাপন
প্রত্যাশামতো মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ সমর্থকরা ভাঙচুরে জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে আয়োজক কমিটির প্রধানকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।
কলকাতার এই বিশৃঙ্খলার খবর দ্রুতই ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশের প্রভাবশালী সংবাদমাধ্যমে স্থান পায় ঘটনাটি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করে লিখেছে, মেসির ভারত সফরের আয়োজন ঘিরে ‘উদ্বেগজনক পরিস্থিতি’ তৈরি হয় এবং এর পরিপ্রেক্ষিতে প্রধান আয়োজককে আটক করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের অনেক আগেই নিরাপত্তাজনিত কারণে মেসিকে মাঠ ছাড়তে হয় এবং গ্যালারি থেকে তাকে স্পষ্টভাবে দেখা সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা ও তদন্ত কমিটি গঠনের কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ‘কোনো মন্তব্য নেই’ বক্তব্যের কথাও উল্লেখ করেছে পত্রিকাটি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, মেসির সফরের শুরুটাই হয়েছে বিশৃঙ্খলার মধ্য দিয়ে। প্রতিবেদনে বলা হয়, রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ঘিরে রাখার কারণে মেসি অস্বস্তি বোধ করেন এবং মাত্র ২২ মিনিট মাঠে থাকার পর নিরাপত্তার স্বার্থে তাকে সরিয়ে নেওয়া হয়। এরপরই দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে চেয়ার ও বোতল ছোড়ার মতো আচরণ শুরু করেন। বিবিসি আরও উল্লেখ করে, অনেক দর্শক বিপুল অর্থ ব্যয় করে টিকিট কেটেও মেসিকে ঠিকভাবে দেখতে পারেননি।
আরও পড়ুন: মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
বিজ্ঞাপন
ব্রিটেনের আরেকটি প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান পুরো ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে। তাদের প্রতিবেদনে দর্শকদের ক্ষোভ, আয়োজক প্রধানের গ্রেপ্তার এবং রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিটির বিষয়টি তুলে ধরা হয়েছে।
কলকাতার ঘটনার প্রতিধ্বনি পৌঁছেছে ইউরোপের ক্রীড়া সংবাদমাধ্যমেও। স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা ঘটনাটিকে ‘চরম বিশৃঙ্খলা’ হিসেবে আখ্যা দিয়ে লিখেছে, হাজার হাজার টাকা খরচ করে আসা দর্শকরা মাত্র কয়েক মিনিটের জন্য মেসিকে দেখেই হতাশ হয়ে পড়েন। আর ফ্রান্সের প্রভাবশালী ক্রীড়া পত্রিকা লে’কিপ তাদের প্রতিবেদনে মাঠের পরিস্থিতিকে ‘বিরক্তিকর ও হতাশাজনক’ বলে উল্লেখ করেছে।
সব মিলিয়ে, মেসির বহুল প্রত্যাশিত ভারত সফরের সূচনা কলকাতায় যে অস্বস্তিকর অভিজ্ঞতার জন্ম দিয়েছে, তা এখন কেবল স্থানীয় নয়—আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।








