Logo

মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে যা যা করবেন

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৪
6Shares
মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে যা যা করবেন
ছবি: সংগৃহীত

ভারত সফরে লিওনেল মেসি ইতিমধ্যে কলকাতা ও হায়দরাবাদে মিশ্র অভিজ্ঞতা উপভোগ করেছেন। কলকাতায় আয়োজকদের ব্যর্থতায় চরম বিরক্তি প্রকাশের পর হায়দরাবাদে সফলভাবে দর্শকদের অগ্রাধিকার দেন। এরপর তিনি মুম্বাই পৌঁছাবেন, যেখানে তার পুরো দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে।

বিজ্ঞাপন

মুম্বাই সফরে মেসির সূচি নিম্নরূপ:

বিকেল ৩.৩০ টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় প্রদর্শনীমূলক ‘প্যাডেল কাপ’। তার সঙ্গে থাকতে পারেন শচীন টেন্ডুলকার ও শাহরুখ খান।

বিকেল ৫.০০ টা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচ। এখানে সাত-সাইড ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মেসি মাঠে নেমে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিজ্ঞাপন

রাত ৮.০০ টা: চ্যারিটি ফ্যাশন শো, যেখানে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের স্মারকের নিলাম হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জন আব্রাহাম, করিনা কাপুর খান, জ্যাকি শ্রফসহ অন্যান্য বলিউড তারকা।

মেসির সঙ্গে থাকবেন সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তিনি ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে মুম্বাইয়ে রওনা দেবেন। শোনা যাচ্ছে, ভারতের ব্যাটিং লেজেন্ড বিরাট কোহলির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সময় নির্ধারিত হয়নি।

বিজ্ঞাপন

মুম্বাই সফরের এই কার্যক্রম মেসির ভারত সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে প্রতিভাত হবে, যেখানে খেলাধুলা, সমাজসেবা ও ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগ—all-in-one আকারে উপভোগ করা যাবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD