রেকর্ড দামে গ্রিনকে কেন কিনল কলকাতা, জানালেন কোচ নায়ার

কলকাতার কোচ বলেন, আমরা ঠিক কত পর্যন্ত যেতে চেয়েছিলাম, সেটা বলা কঠিন। তবে আমাদের লক্ষ্য ছিল সর্বোচ্চটা দেওয়া। অর্থ থাকলে সেটা খরচ করাই বুদ্ধিমানের কাজ।
বিজ্ঞাপন
আইপিএল নিলামের আগেই সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ধারণা ছিল, এবার আইপিএলের ইতিহাসে অন্যতম দামী বিদেশি খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি। সেই ধারণাই বাস্তবে রূপ নিয়েছে। রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেন এত বড় অঙ্ক খরচ করে তাকে নেওয়া হলো— তার ব্যাখ্যা দিয়েছেন দলের প্রধান কোচ অভিষেক নায়ার।
নায়ার জানান, দীর্ঘদিন দলের ম্যাচজয়ী অলরাউন্ডার আন্দ্রে রাসেলের শূন্যতা পূরণ করতেই গ্রিন ছিল কলকাতার প্রথম পছন্দ। নিলামে খরচ করার মতো বড় বাজেট থাকায় সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দ্বিধা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।
বিজ্ঞাপন
আন্দ্রে রাসেল আর খেলছে না— আমাদের এমন একজন দরকার ছিল, যে ফ্র্যাঞ্চাইজিকে ভবিষ্যতে এগিয়ে নিতে পারবে। সেই জায়গায় ক্যামেরন গ্রিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
সম্প্রতি আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। তিনি এখন কলকাতায় পাওয়ার কোচের দায়িত্ব পালন করছেন। নায়ারের মতে, গ্রিন হয়তো রাসেলের মতো একই ভূমিকায় খেলবেন না, তবে ম্যাচের সব বিভাগেই প্রভাব রাখার সামর্থ্য তার রয়েছে।
রাসেল যেখানে মিডল ও ডেথ ওভারে ভয়ংকর ছিলেন, সেখানে গ্রিনকে টপ অর্ডারে খেলানোর পরিকল্পনা করেছে কলকাতা। ব্যাটিং অর্ডারের প্রথম তিনে তাকে রাখার কথা ভাবছেন কোচিং স্টাফ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জিতে নিল ভারত
নায়ার বলেন, আমরা ক্যামেরন গ্রিনকে প্রথম তিনে ব্যাট করতে দেখতে চাই। সে এক মৌসুমে ৫০০ রান করার সক্ষমতা রাখে। আগের কয়েক মৌসুমে দেখেছি, আমাদের শীর্ষ তিন ব্যাটাররা ৪০০-এর বেশি রান করলে দল ভালো করেছে। এই কারণেই আমরা তাকে দলে পেতে এতটা আগ্রহী ছিলাম। সে আমাদের অনেক সমস্যার সমাধান করবে।
গ্রিনের আইপিএল পরিসংখ্যানও কলকাতার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৯ ম্যাচে ৪১-এর বেশি গড়ে ৭০৭ রান করেছেন তিনি। আইপিএলে অভিষেক মৌসুমেই মুম্বাইয়ের হয়ে তার ব্যাট থেকে এসেছিল ৪৫২ রান।
বিজ্ঞাপন
চোটের কারণে গত মৌসুমে খেলতে না পারলেও কলকাতা শিবিরের বিশ্বাস, গ্রিন এখন পুরোপুরি ফিট এবং আসন্ন আইপিএলে তাকে সেরা ফর্মেই পাওয়া যাবে।








