টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে যা জানাল বোর্ড

আগামী বছর অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। দেশটির বিশ্বকাপ দলে কারা থাকবেন তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের।
বিজ্ঞাপন
তবে সমর্থকদের জন্য সুখবর এই যে, রাত পোহালেই আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করবে ভারত। বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুম্বাইয়ে বোর্ডের প্রধান অফিসে এই দল ঘোষণা করা হবে। বৈঠক শেষে দুপুর দেড়টায় সাংবাদিক সম্মেলনে কথা বলবেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান নির্বাচক অজিৎ আগারকার। এর আগে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণার দিনক্ষণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ২০ ডিসেম্বরের কথা বলা হলেও এবার সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো বিসিসিআই।
বিজ্ঞাপন
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। এবারের আসরটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় ভারতকে অন্যতম শিরোপা দাবিদার হিসেবে ধরা হচ্ছে। তবে বিশ্বকাপের আগে দল গঠন নিয়ে ভারতীয় শিবিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে—বিশেষ করে স্কোয়াডের ভারসাম্য, সিনিয়র-জুনিয়র সমন্বয় এবং অধিনায়কত্ব পরিকল্পনা নিয়ে। ২০ ডিসেম্বরের দল ঘোষণায় সেই সব প্রশ্নের উত্তর মিলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।








