বৃষ্টিতে সেমিফাইনাল পণ্ড হলে ফাইনালে বাংলাদেশ নাকি পাকিস্তান?

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
বিজ্ঞাপন
ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার তাদের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের।
দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় সেমিফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে বেশ বিলম্ব হয়। নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত মাঠ খেলার উপযোগী হলে বিকেল তিনটার দিকে টস হয়। টসে জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।
সময় নষ্ট হওয়ায় ম্যাচটি কমিয়ে আনা হয়েছে ২৭ ওভারে, যেখানে দুই দলই সমানসংখ্যক ওভার ব্যাটিংয়ের সুযোগ পাবে।
তবে ম্যাচ চলাকালে আবারও বৃষ্টি হলে কী হবে—এই প্রশ্নও সামনে এসেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, একদিনের ম্যাচে ফলাফল পেতে হলে দুই ইনিংসেই ন্যূনতম ২০ ওভার করে খেলা সম্পন্ন হতে হবে।
বিজ্ঞাপন
যদি সেটিও সম্ভব না হয় এবং ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়, তাহলে গ্রুপ পর্বের শীর্ষ দল হওয়ার সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলই সরাসরি ফাইনালে উঠে যাবে। পাকিস্তান সেক্ষেত্রে বিদায় নেবে সেমিফাইনাল থেকেই।








