রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হার মানলো হোবার্ট

বিগ ব্যাশ লিগে অভিষেক ম্যাচেই বল হাতে নজর কেড়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সেই ম্যাচে জয়ের স্বাদও পেয়েছিল তার দল।
বিজ্ঞাপন
তবে এবার মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রিশাদের ভালো পারফরম্যান্স সত্ত্বেও পরাজয়ের হতাশা সঙ্গী হয়েছে হোবার্ট হারিকেন্সের।
ম্যাচে শুরুটা দারুণ করেছিলেন রিশাদ। নিজের প্রথম ওভারেই থমাস রজার্সকে ফিরিয়ে মেলবোর্নের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। এরপর দ্বিতীয় ওভারে ফেরান আরেক ওপেনার জো ক্লার্ককেও।
বিজ্ঞাপন
মাত্র দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে দলের প্রত্যাশা বাড়িয়েছিলেন এই বাংলাদেশি স্পিনার।
তবে তৃতীয় ওভারে কিছুটা ছন্দ হারান রিশাদ। ওই ওভার থেকে আসে ১৯ রান। ফলে তিন ওভারে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ২ উইকেট দিয়ে ৩৩ রান।
খরুচে ওভারের কারণে অধিনায়ক আর তার কোটা পূরণ করেননি। তবুও এদিন হোবার্টের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদই।
বিজ্ঞাপন
দ্রুত দুই উইকেট হারানোর পর মেলবোর্ন স্টার্সের ইনিংস সামাল দেন মার্কাস স্টইনিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে। দুজনের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে কোনো বিপদ ছাড়াই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে রজার্স ও ক্লার্ক ৪৬ রানের জুটি গড়েন। ষষ্ঠ ওভারে এসে সেই জুটি ভাঙেন রিশাদ। এরপর ক্লার্ককেও ফেরালেও বাকি সময় হোবার্ট আর কোনো উইকেট তুলতে পারেনি। শেষ পর্যন্ত ৮ উইকেটের সহজ জয় পায় মেলবোর্ন স্টার্স।
বিজ্ঞাপন
ভালো বোলিং করেও দল হারায় রিশাদের হতাশা, তবে ধারাবাহিক পারফরম্যান্সে বিগ ব্যাশে নিজের জায়গা আরও শক্ত করলেন এই বাংলাদেশি লেগ স্পিনার।








