Logo

টি–টোয়েন্টি বিশ্বকাপে কত টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৭
9Shares
টি–টোয়েন্টি বিশ্বকাপে কত টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসতে যাচ্ছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে নেপাল ও ইতালি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রথম দিনই, আগামী ৭ ফেব্রুয়ারি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরই মধ্যে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলোর টিকিটমূল্য প্রকাশ করেছে আইসিসি।

গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ সূচি: বাংলাদেশ গ্রুপপর্বে খেলবে মোট চারটি ম্যাচ, ৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ vs ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা), ৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ vs ইতালি (কলকাতা), ১৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ vs ইংল্যান্ড (কলকাতা), ১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ vs নেপাল (মুম্বাই)।

বিজ্ঞাপন

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে হবে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড ম্যাচের টিকিটমূল্য: ৭ ফেব্রুয়ারি (ওয়েস্ট ইন্ডিজ) ও ১৪ ফেব্রুয়ারি (ইংল্যান্ড) ম্যাচে, সর্বনিম্ন টিকিট: ৩০০ রুপি (প্রায় ৪০৫ টাকা), ৫০০ রুপি (৬৭৫ টাকা): ডি, জি, এইচ, জে ব্লক, ১,০০০ রুপি (১,৩৫১ টাকা): সি, এফ ও কে ব্লক, ১,৫০০ রুপি (২,০২৭ টাকা): বি ও এল ব্লক, প্রিমিয়াম হসপিটালিটি: ৫,০০০ রুপি (৬,৭৫৭ টাকা)।

বাংলাদেশ–ইতালি ম্যাচের টিকিট (৯ ফেব্রুয়ারি): এই ম্যাচে তুলনামূলক কম দামে খেলা দেখার সুযোগ থাকছে, আপার ব্লক: ১০০ রুপি (১৩৫ টাকা), লোয়ার ব্লক: ২০০ রুপি (২৭০ টাকা), বি ও এল ব্লক: ১,০০০ রুপি (১,৩৫১ টাকা),

বিজ্ঞাপন

প্রিমিয়াম হসপিটালিটি: ৪,০০০ রুপি (৫,৪০৮ টাকা) বাংলাদেশ–নেপাল ম্যাচ (১৭ ফেব্রুয়ারি)

মুম্বাইয়ের ওয়ানখেড়েতে অনুষ্ঠিত এই ম্যাচের পূর্ণাঙ্গ টিকিট তালিকা এখনো প্রকাশ হয়নি। তবে জানা গেছে, সর্বনিম্ন ২৫০ রুপি দিয়ে ম্যাচটি দেখা যাবে।

বিজ্ঞাপন

নকআউট পর্বের টিকিটমূল্য (ইডেন গার্ডেন): সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচেG

প্রিমিয়াম হসপিটালিটি: ১০,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল: ৩,০০০ রুপি, এফ ও কে ব্লক: ২,৫০০ রুপি, ডি, ই, জি, এইচ ও জে ব্লক: ১,৫০০ রুপি, আপার ব্লক: ৯০০ রুপি।

উদ্বোধনী দিনের ম্যাচ: ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, পাকিস্তান vs নেদারল্যান্ডস, বাংলাদেশ vs ওয়েস্ট ইন্ডিজভারত vs যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

ভারতে ৫টি ও শ্রীলঙ্কায় ৩টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ভারত: দিল্লি, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, মুম্বাই

শ্রীলঙ্কা: পাল্লেকেলে, আর প্রেমাদাসা স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD