ভারতে ১৫ কোটি টাকার বিরল ঘড়ি পেলেন মেসি

ভারতে চার রাজ্য ঘুরে হঠাৎ গুজরাটের জামনগরের বনতারায় যান আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। সেখানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে অংশ নেন।
বিজ্ঞাপন
অনন্ত আম্বানি মেসিকে উপহার দেন রিচার্ড মিলি আরএম০০৩-ভি২ জিএমটি টুরবিলিয়ন এশিয়া এডিশন ঘড়ি, যার বাজার মূল্য প্রায় ১২ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি ৫০ লাখের বেশি)। এই ঘড়ি বিশ্বে মাত্র ১২টি আছে।
মেসির ঘড়ি সংগ্রহে ইতিমধ্যেই রয়েছে রোলেক্স লে ম্যান্স, জিএমটি মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক এবং বার্বি রোলেক্সের মতো অন্যান্য মূল্যবান ঘড়ি।
বিজ্ঞাপন
বনতারায় তার এই নতুন ঘড়ি উপহার দেওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।








