নিরাপত্তার কারণে বাতিল হলো বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বিপিএল ১৩তম আসরের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।
বিজ্ঞাপন
তবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে নিরাপত্তার ঝুঁকি থাকায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, আয়োজকরা সব প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করলেও জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা ঝুঁকিপূর্ণ মনে করা হয়।
বিজ্ঞাপন
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, সরকারের অনুমোদন না পাওয়া পর্যন্ত বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করা অনুপযুক্ত। তাই তারা এখন শুধুমাত্র ম্যাচগুলোতে ফোকাস করবে এবং টুর্নামেন্ট সাফল্যের দিকে মনোনিবেশ করবে।








