Logo

মাশরাফির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস মুস্তাফিজের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৫
7Shares
মাশরাফির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস মুস্তাফিজের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল তারকা মুস্তাফিজুর রহমান এবার আইপিএলের নিলামে নতুন ইতিহাস রচনা করেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে দামি আইপিএল ক্রিকেটারের খেতাব ধরে রাখা মাশরাফি বিন মর্তুজা-কে পিছনে ফেলে এই বাঁহাতি পেসার এখন সর্বোচ্চ মূল্যের বাংলাদেশি আইপিএল ক্রিকেটার।

বিজ্ঞাপন

এই বছরের নিলামে মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য তিনটি ফ্র্যাঞ্চাইজি তীব্র লড়াই চালায়। প্রথমে দিল্লি ক্যাপিটালস আগ্রহ প্রকাশ করলেও পরে চেন্নাই সুপার কিংস যুক্ত হওয়ায় দর আরও বাড়ে। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকা) খরচ করে মুস্তাফিজকে দলে ভেড়ায়।

মুস্তাফিজের এই মূল্যে ভেঙে গেছে মাশরাফির রেকর্ড, যিনি ৬ লাখ ডলারে বিক্রি হয়ে আইপিএলে সর্বকালের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারের খেতাব অর্জন করেছিলেন। সেই সময়ের টাকায় যা প্রায় ৪ কোটি টাকার সমান ছিল।

এর আগে সাকিব আল হাসান, লিটন দাস ও অন্যান্য বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পেয়েও মাশরাফির রেকর্ড স্পর্শ করতে পারেননি। এবার মুস্তাফিজ এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজেই নতুন অধ্যায় শুরু করেছেন।

বিজ্ঞাপন

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবার আইপিএলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মুস্তাফিজ। এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে।

মুস্তাফিজের এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে তার উজ্জ্বল ক্যারিয়ারের পথও নিশ্চিত করছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD