Logo

ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৫
9Shares
ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান
ছবি: সংগৃহীত

বড়দের এশিয়া কাপে ভারতের কাছে শিরোপা হাতছাড়া হলেও অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে ভুল করেনি পাকিস্তান। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তানের যুবারা।

বিজ্ঞাপন

রবিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৮ উইকেটে ৩৪৭ রান। জবাবে খেলতে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। ফলে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুটা আক্রমণাত্মকভাবে করে। প্রথম দুই ওভারেই আসে ৩০ রান। তবে সেই ধাক্কা সামলাতে পারেনি ভারতীয় ব্যাটিং লাইনআপ। ওপেনার আইয়ুশ মাহাত্রে ৭ বলে মাত্র ২ রান করে ফিরে যান, তাকে সঙ্গ দেন অ্যারন জর্জ, যিনি করেন ৯ বলে ১৬ রান।

বিজ্ঞাপন

এরপর ১০ বলে ২৬ রান করা বৈভব সূর্যবংশী আউট হতেই ধস নামে ভারতীয় ইনিংসে। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৯৪ রানে ৭ উইকেট তুলে দেয় দলটি। শেষ পর্যন্ত ২৬.১ ওভারে ১৫৬ রানেই থামে ভারতের ইনিংস।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আলি রাজা, তিনি নেন ৪টি উইকেট। এ ছাড়া মোহাম্মদ সাইয়াম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এর আগে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখায় পাকিস্তান। ইনিংসের শুরুতে হামজা ১৪ বলে ১৮ রান করে ফিরলেও, এরপর ভারতীয় বোলারদের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেন সামির মিনহাজ। মাত্র ২৯ বলে ফিফটি ও ৭২ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি।

বিজ্ঞাপন

মিনহাজকে ভালোভাবে সঙ্গ দেন উসমান খান (৪৫ বলে ৩৫) ও আহমেদ হুসাইন (৭২ বলে ৫৬)। তাদের ব্যাটিংয়ে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

গ্রুপ পর্বে ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও ফাইনালে সেই হারের জবাব ব্যাটে-বলে একসঙ্গে দিয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে ২০১২ ও ২০১৭ সালের হতাশা কাটিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ট্রফি ঘরে তুলল তারা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD