বিপিএল নিয়ে দুই লক্ষ্য স্পষ্ট করলেন বিসিবি সভাপতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে নতুন সভাপতির অধীনে। আগের আসরে যেখানে বিসিবির সভাপতি ছিলেন ফারুক আহমেদ, এবার সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অতীতের নানা বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে এবারের বিপিএল আয়োজন তার জন্য যে সহজ হবে না, সেটিও অস্বীকার করছেন না তিনি।
বিজ্ঞাপন
তবে বিপিএলকে শুধু একটি টুর্নামেন্ট হিসেবেই নয়, জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবে দেখছেন নতুন সভাপতি। তার ভাষায়, সরাসরি প্রস্তুতি না হলেও এই আসরের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রয়োজনীয় অনুশীলন হয়ে যাবে।
বুলবুল বলেন, এবার বিপিএলের দুটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন বিপিএল আয়োজন করা। দ্বিতীয়ত, বিপিএলের পরপরই আমাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। যদিও এটাকে সরাসরি প্রস্তুতি বলা যাবে না, তবে এই ফরম্যাটের জন্য নিজেদের তৈরি করার সুযোগ অবশ্যই থাকবে।
বিজ্ঞাপন
আয়োজনকে ঘিরে স্টেকহোল্ডারদের ভূমিকার কথাও তুলে ধরেন বিসিবি সভাপতি। তিনি জানান, মাঠে খেলার পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখাই বোর্ডের মূল দায়িত্ব।
আমাদের কাজ হচ্ছে খেলাটাকে সুন্দরভাবে মাঠে আয়োজন করা। এখানে অনেক স্টেকহোল্ডার জড়িত—নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। তাদের পরামর্শ ও নির্দেশনাকে আমরা সম্মানের সঙ্গে অনুসরণ করছি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং সব বিষয়ে আমাদের সতর্ক নজর থাকবে, বলেন বুলবুল।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোকেও তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হচ্ছে।
বিপিএল এখনো শুরু হয়নি। এখানে বিসিবির যেমন দায়িত্ব আছে, তেমনি ফ্র্যাঞ্চাইজিগুলোরও আলাদা ভূমিকা রয়েছে। গভর্নিং কাউন্সিল বিষয়গুলো দেখছে এবং ফ্র্যাঞ্চাইজিদেরও তাদের দায়িত্বের জায়গায় আরও মনোযোগী হতে বলা হয়েছে, যোগ করেন তিনি।








