লোহিত সাগরের বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

ফুটবলের মাঠের বাইরে বিলাসী জীবনযাপনের জন্যও পরিচিত ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই তালিকায় যুক্ত হলো লোহিত সাগরের মাঝখানে অবস্থিত এক অনন্য দ্বীপে রাজকীয় আবাস।
বিজ্ঞাপন
সৌদি আরবে প্রায় ১১৬ কোটি টাকা ব্যয়ে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন এই পর্তুগিজ তারকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর তথ্য অনুযায়ী, লোহিত সাগরের নুজুমা রিসোর্টে অবস্থিত প্রতিটি ভিলার মূল্য প্রায় ৫৮ কোটি টাকা। দ্বীপটি এতটাই নির্জন যে, সেখানে পৌঁছানোর একমাত্র উপায় সি-প্লেন কিংবা নৌকা।
ভিলাগুলো সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০০ মাইল দূরে অবস্থিত। বিশ্বখ্যাত ব্রিটিশ স্থপতি লর্ড নরম্যান ফস্টার নকশা করা এই রিসোর্টটি একটি সংরক্ষিত এলাকা, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর নিস্তব্ধতা একসঙ্গে উপভোগ করার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
রোনালদোর কেনা দুটি ভিলার মধ্যে একটি তিন বেডরুমের, অন্যটি দুই বেডরুমের। প্রতিটি ভিলায় রয়েছে প্যানোরামিক কাচের জানালা, ব্যক্তিগত সুইমিং পুল, সমুদ্রের সরাসরি দৃশ্য এবং এমনকি টেলিস্কোপও। অতিথিদের জন্য রয়েছে স্পা, ডাইভিং সেন্টার ও বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুবিধা।
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে রোনালদো বলেন, প্রথম সফরেই জর্জিনা ও আমি এই দ্বীপের সঙ্গে এক ধরনের আত্মিক সংযোগ অনুভব করেছি। এখানে আমরা সত্যিকার অর্থেই শান্তি খুঁজে পাই। রেড সি ইন্টারন্যাশনালের সিইও জন পাগানোও রোনালদো পরিবারকে স্বাগত জানান।
বিজ্ঞাপন
ফুটবলে ফিরলে দেখা যাবে রোনালদোকে আল-নাসরের জার্সিতে। শীতকালীন বিরতির পর সৌদি প্রো লিগে দলটি বর্তমানে শীর্ষে রয়েছে। ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জানুয়ারিতে নতুন খেলোয়াড় যুক্ত করার সুযোগও পাচ্ছে ক্লাবটি।
এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরাকি ক্লাব আল-জাওরার বিপক্ষে ম্যাচের পর, আগামী ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল-আখদৌদের বিপক্ষে মাঠে নামতে পারেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।








