Logo

বিধ্বংসী ব্যাটিংয়ে ৮৪ বলে ১৯০ রান, ১৪ বছর বয়সী বৈভবের বিশ্বরেকর্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৫
23Shares
বিধ্বংসী ব্যাটিংয়ে ৮৪ বলে ১৯০ রান, ১৪ বছর বয়সী বৈভবের বিশ্বরেকর্ড
বৈভব সূর্যবংশী । ছবি: সংগৃহীত

বৈভব সূর্যবংশী এবং রেকর্ড, এ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৪ বছর বয়সী এই ক্রিকেটার মাঠে নামলেই তার ব্যাটে কোনো না কোনো রেকর্ড হবেই। বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই ঝড় উঠল বৈভব সূর্যবংশীর ব্যাটে। মাত্র ৮৪ বলে ১৯০ রান করলেন তরুণ এই ব্যাটার। গড়লেন বিশ্বরেকর্ডও।

বিজ্ঞাপন

বিরাট কোহলি এবং রোহিত শর্মা দু’জনেই এবারের বিজয় হাজারে ট্রফি খেলছেন। ভারতের দুই সিনিয়র ব্যাটার দীর্ঘদিন পর ঘরোয়া এই প্রতিযোগিতায় ফেরায় উচ্ছ্বাস রয়েছে সমর্থকদেরও। তবে প্রথম দিনে সব আলো কেড়ে নিলেন ১৪ বছর বয়সী বৈভব।

বিজয় হাজারে ট্রফিতে বিহারের অভিযান শুরু হয়েছে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। রাঁচিতে আয়োজিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার। আর শুরুতেই বৈভব-ঝড়। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বৈভব। যার মধ্যে আছে ১০টি চার ও ৮টি ছক্কার মার। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই এসেছে ৮৮ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

বিজ্ঞাপন

এর আগে আছে অনমোলপ্রীত সিং। পাঞ্জাবের এই ক্রিকেটার গত বছর ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে বিশ্বের কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরির নজির গড়লেন বৈভব। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির রয়েছে জেক ফ্রেজার ম্যাকগার্কের। ২০২৩ সালে তিনি তাসমানিয়ার বিরুদ্ধে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

দ্রুততম সেঞ্চুরির তালিকায় সূর্যবংশী চতুর্থ হলেও এই সংস্করণে দ্রুততম দেড় শ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার। মাত্র ৫৯ বলে আজ ১৫০ রান করেন সূর্যবংশী, ভেঙেছেন ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলে ১৫০ করার রেকর্ড।

বিজ্ঞাপন

যদিও অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয়েছে বৈভবের। শেষ পর্যন্ত সে আউট হয় ১৯০ রানে। ৮৪ বলের ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা দিয়ে। অর্থাৎ শেষ পর্যন্ত শুধু বাউন্ডারি থেকেই তার রান ওঠে ১৫৪।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD