Logo

বড়দিনের ছুটিতে ওজন বাড়লেই বাদ দেওয়ার হুঁশিয়ারি গার্দিওলার

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৪
5Shares
বড়দিনের ছুটিতে ওজন বাড়লেই বাদ দেওয়ার হুঁশিয়ারি গার্দিওলার
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বড়দিনের ছুটিতে ফুটবলারদের ফিটনেস নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নিয়েছেন। খেলোয়াড়রা ছুটিতে অতিরিক্ত খাওয়া-দাওয়া করলে তার ওজন যাচাই করা হবে, আর যদি কারও ওজন বেড়ে যায়, তিনি নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে তাকে খেলতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞাপন

গেল শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নিয়ে সিটি লিগে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বজায় রেখেছে। তবে এত সাফল্যের মধ্যেও গার্দিওলা খেলোয়াড়দের শৃঙ্খলা ও ফিটনেসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

সংক্ষিপ্ত বিরতির আগে খেলোয়াড়দের ওজন মাপা হয়েছে। গার্দিওলা বলেন, প্রতিটি খেলোয়াড়ের ওজন নথিভুক্ত করা হয়েছে। ২৫ তারিখে তারা ফিরে এলে আমি নিজে দেখব, কত কেজি বেড়েছে এবং তাদের ফিটনেস কেমন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “তিন দিনের ছুটির পরও আমি চাই খেলোয়াড়রা যথাযথ অবস্থায় ফিরে আসুক। তারা খেতে পারবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণে রাখতে হবে।

যদি কেউ অতিরিক্ত ওজন নিয়ে ফিরে আসে, তাহলে ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না।

গার্দিওলা জানান, ধরা যাক একজন খেলোয়াড় খুব ফিট, কিন্তু তিন কেজি বেশি ওজন নিয়ে এসেছে। সে ম্যানচেস্টারে থাকবে, কিন্তু নটিংহাম ফরেস্টে যাবে না।

বিজ্ঞাপন

তিনি খেলোয়াড়দের বিশ্রামের গুরুত্বও তুলে ধরেন। সূচি এতটাই ব্যস্ত যে খেলোয়াড়দের কিছু সময়ের জন্য সব ভুলে থাকতে হয়। যত ভালো অবস্থায় তারা ফিরে আসবে, ততই ম্যাচে তাদের সতেজতা থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ফুটবল ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ।

গার্দিওলা আরও জানান, শনিবারের জয়ের পরও তিনি একদিনের ছুটি দেননি। খেলোয়াড়রা ছুটি চেয়েছিল, কিন্তু আমি বলেছি না। তারা যথেষ্ট ভালো খেলেনি। তাই রিকভারি অনুশীলন রাখা হয়েছে, এরপর তিন দিনের ছুটি। এরপর নটিংহাম ফরেস্টের জন্য প্রস্তুতির দুই দিন থাকবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD