Logo

বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সফল অস্ত্রোপচার নেইমারের

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১০
9Shares
বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সফল অস্ত্রোপচার নেইমারের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের আর মাত্র ছয় মাস বাকি। মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতির ঠিক আগমুহূর্তে বড় এক সুখবর পেলেন ব্রাজিল সমর্থকেরা। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বাঁ-হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) নেইমারের বর্তমান ক্লাব সান্তোস বিষয়টি নিশ্চিত করে। ক্লাব জানায়, আধুনিক ‘আর্থ্রোস্কোপিক’ পদ্ধতিতে নেইমারের হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস ঠিক করা হয়েছে।

৩৩ বছর বয়সী এই তারকার জন্য চলতি মৌসুমটি ছিল বেশ চ্যালেঞ্জিং। ক্লাবের প্রয়োজনে একাধিক ম্যাচে চোট নিয়েই মাঠে নামতে হয়েছে তাকে। ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নেইমার, যা তাকে শারীরিকভাবে আরও চাপে ফেলেছিল।

বিজ্ঞাপন

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। এর আগেও নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে পাওয়া গুরুতর এসিএল চোটের অস্ত্রোপচার তিনিই করেছিলেন।

চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে নেইমারের অন্তত এক মাস সময় লাগবে। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকভাবে শেষ হলে ধীরে ধীরে মাঠে ফেরার আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় থাকতে চান নেইমার। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। বিশ্বকাপে ফেরার লক্ষ্যেই নিজেকে পুরোপুরি ফিট করে তোলার শেষ চেষ্টা চালাচ্ছেন তিনি।

এদিকে চলতি বছরই সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD