এখনই অবসর নয়, ওয়ানডে চালিয়ে যেতে চান রোহিত শর্মা

ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা নিজের ওয়ানডে ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সরাসরি কথা বলেছেন। ৩৮ বছর বয়সী এই ব্যাটার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এখনই ওয়ানডে থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। বরং, তিনি আরও দীর্ঘ সময় এই ফরম্যাটে নিজেকে দেখতে চান।
বিজ্ঞাপন
২০২৫ সাল রোহিতের জন্য ছিল অত্যন্ত সফল। চলতি বছর ভারতের হয়ে ১৪টি ওয়ানডে ম্যাচে তিনি ৬৫০ রান সংগ্রহ করেছেন, যেখানে রয়েছে ২টি সেঞ্চুরি এবং ৪টি হাফ-সেঞ্চুরি। বিশেষ করে অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফর রোহিতের ক্যারিয়ারের একটি স্মরণীয় অধ্যায় ছিল। ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার লাভ করেন তিনি। এই পারফরম্যান্সই তাকে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যায়।
অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন ওঠেছিল। চ্যাম্পিয়নস ট্রফি জেতানো সত্ত্বেও তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অনেকেই ভাবছিলেন, হয়তো এবারই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার সময়। কিন্তু রোহিত তার ব্যাট দিয়ে স্পষ্ট করলেন, তিনি এখনও টিকিয়ে রাখতে চান তার অবস্থান।
বিজ্ঞাপন
এক সাম্প্রতিক অনুষ্ঠানে রোহিত নিজের ক্যারিয়ারকে একটি উড়োজাহাজের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমার জীবন শুরুটা কঠিন ছিল, কিন্তু একবার যখন আমি গতি পেয়েছি, তখন সেই প্লেন উচ্চতায় উঠেছে এবং এখনো নিচে নামেনি। আমি চাই না এখনই সেই প্লেন নামুক, আমি আরও উপরে থাকতে চাই।’
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ করে রোহিত শর্মা স্পষ্টই নিজের ওয়ানডে যাত্রা আরও দীর্ঘ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জিতে নিল ভারত
বিজ্ঞাপন
এদিকে, রোহিতের সতীর্থ বিরাট কোহলিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছেন। মাঠের বাইরে রোহিতের বড় পরিবর্তন হলো অস্ট্রেলিয়া সফরের আগে প্রায় ১০ কেজি ওজন কমানো, যা তার পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে।
রোহিত শর্মার এই দৃঢ় মনোভাব এবং সাফল্য ভারতীয় ওয়ানডে দলের জন্য ভালো খবর। তার দীর্ঘমেয়াদী অবদান আশা করছে সমর্থকরা।








