Logo

ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:০৩
13Shares
ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ
ছবি: সংগৃহীত

অ্যাশেজ সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর মাঠের বাইরের নানা আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

সিরিজ চলাকালীন ঘুরতে যাওয়া ও অতিরিক্ত মদ্যপানের অভিযোগ অস্ট্রেলিয়ান গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর রব কি।

দীর্ঘদিনের প্রস্তুতির পরও মাত্র ১১ দিনের মধ্যেই অ্যাশেজ সিরিজ হারতে হয়েছে ইংল্যান্ডকে। এর পরপরই দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় সংবাদমাধ্যম। সিরিজের শুরুতে অধিনায়ক বেন স্টোকসসহ তিন ক্রিকেটার হেলমেট ছাড়া ই-বাইক চালিয়ে পুলিশের ঝামেলায় পড়েন।

বিজ্ঞাপন

এ ছাড়া অস্ট্রেলিয়ান মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, তৃতীয় টেস্টের আগে চার দিনের বিরতিতে নুসায় বেড়াতে গিয়েছিলেন ইংল্যান্ড দলের সদস্যরা। সেখানে একটি পার্টিতে স্টোকস, হ্যারি ব্রুকসহ কয়েকজন ক্রিকেটার অতিরিক্ত মদ্যপান করেছেন বলে অভিযোগ ওঠে।

অ্যাডিলেডে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ৮২ রানে হারের আগে নেওয়া এই ‘মিড সিরিজ ব্রেক’ নিয়েই মূলত বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ প্রসঙ্গে রব কি বলেন, খেলোয়াড়রা ঘুরতে গিয়ে যদি সত্যিই অতিরিক্ত মদ্যপান করে থাকে, তাহলে সেটি অবশ্যই খতিয়ে দেখা হবে। আন্তর্জাতিক ক্রিকেটারদের ক্ষেত্রে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে তিনি এটাও জানান, এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে খেলোয়াড়দের আচরণ মোটের ওপর ভালোই ছিল। ঘোরাঘুরি করা সমস্যা নয়, কিন্তু মদ্যপানের একটি সীমা থাকা জরুরি, বলেন তিনি।

বিজ্ঞাপন

রব কি আরও জানান, এর আগেও মদ্যপান সংক্রান্ত আচরণের কারণে হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলকে সতর্ক করা হয়েছিল। নিউজিল্যান্ড সিরিজের আগে ঘটে যাওয়া ওই ঘটনার সময় খেলোয়াড়দের জানানো হয়, ভবিষ্যতে এমন হলে পুরো দলকেই দায় নিতে হবে।

সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও অ্যাশেজ চলাকালীন আবার একই ধরনের অভিযোগ ওঠায় হতাশা প্রকাশ করেন ইসিবি প্রধান। তিনি বলেন, ডিনারের পর এক গ্লাস ওয়াইন আমার কাছে সমস্যা নয়। কিন্তু তার চেয়ে বেশি কিছু হলে সেটি সত্যিই অস্বাভাবিক।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD