Logo

আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হলেন ডি মারিয়া

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৬:১৬
6Shares
আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হলেন ডি মারিয়া
আনহেল ডি মারিয়া। ছবি: সংগৃহীত

বয়স শুধুই একটি সংখ্যা—এটি আবারও প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া।

বিজ্ঞাপন

৩৭ বছর বয়সেও মাঠে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে ২০২৫ সালের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব অর্জন করেছেন তিনি।

সোমবার রাতে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে এই স্বীকৃতি পান ডি মারিয়া। তার পেছনে ছিলেন জাতীয় দলের সতীর্থ লাউতারো মার্তিনেস এবং লেয়ান্দ্রো পারদেস।

বিজ্ঞাপন

এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় বর্ষসেরা ফুটবলারের সম্মান। প্রথমবার তিনি এই পুরস্কার জিতেছিলেন ২০১৪ সালে, যখন রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। দীর্ঘ ১০ বছর পর আবারও এই খেতাব অর্জন তার ধারাবাহিকতা এবং অভিজ্ঞতারই প্রমাণ।

ঘরোয়া ফুটবলেও ডি মারিয়ার বছরটি ছিল উল্লেখযোগ্য। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রাল-এর হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করেন এবং দলকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিজ্ঞাপন

ডি মারিয়ার এই অর্জন প্রমাণ করে—বয়স বাড়লেও তার দক্ষতা এবং ফুটবলের জাদু এখনো ঝরে যায়নি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD