বিপিএলের আগে চোটের ধাক্কা, দুই সপ্তাহ মাঠের বাইরে রংপুরের নাইম হাসান

আগামীকাল (২৬ ডিসেম্বর) সিলেট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫, যেখানে প্রতিযোগিতা খেলবে ৬টি দল।
বিজ্ঞাপন
উদ্বোধনী ভেন্যুতে ইতিমধ্যেই পৌঁছে গেছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি, কিন্তু শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল রংপুর রাইডার্স।
দলের মূল স্পিনার নাইম হাসান প্রস্তুতি ম্যাচে চোটের কবলে পড়েছেন। গত সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে খেলা চলাকালীন তিনি সাইড স্ট্রেন-এর কারণে আহত হন। এরপর বিসিবির মেডিকেল টিম তাকে দুই সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছে।
বিজ্ঞাপন
চোটের ফলে নাইম মাঠের বাইরে থাকবেন সিলেট ও চট্টগ্রাম পর্ব জুড়ে। টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত। তবে রংপুর রাইডার্সের কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা পর্বে নাইমকে দলের মধ্যে দেখার আশা রয়েছে।
নাইম নিজেও জানিয়েছেন, সিলেট এবং চট্টগ্রাম পর্ব মিস করলেও ঢাকা পর্ব থেকে আবার মাঠে নামার চেষ্টা করবেন। তার এই অবস্থাই এখন রংপুর দলের ও ভক্তদের জন্য বড় খবর হয়ে দাঁড়িয়েছে।








