রংপুর রাইডার্সের নেতৃত্বে মেহেদী: বিপিএলে প্রথম অধিনায়কত্ব

এবার ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন করেছে চট্টগ্রাম রয়েলসের বিপিএলের ১২তম আসর মাঠে গড়ানোর ২৪ ঘণ্টা আগে। বন্দরনগরীর দলটির দায়িত্ব নিয়েছে বিসিবি। এরপরই দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির নেতৃত্বভার উঠেছে তরুণ শেখ মাহেদীর কাঁধে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজেদের সামাজিক যোগাযোগ গণমাধ্যমকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়েলস।
এর আগে দিনের শুরুতে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা প্রত্যাহার করে বিসিবিকে চিঠি দিয়েছে ট্রায়াঙ্গেল গ্রুপ। এরপরই চট্টগ্রামের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞাপন
চট্টগ্রামের টিম ডিরেক্টর পদে হাবিবুল বাশার সুমন এবং প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে দায়িত্ব দিয়েছে বিসিবি। এ ছাড়াও টিম ম্যানেজার করা হয়েছে নাফিস ইকবালকে চট্টগ্রামের।
চট্টগ্রাম রয়েলসের স্কোয়াড সরাসরি চুক্তি- শেখ মেহেদী, তানভীর ইসলাম, মির্জা তাহির বাগ, ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুলাম।
নিলাম থেকে শুরু করে- আরাফাত সানি, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর।








