বিদেশি কোচ আসবেন না, চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে বাবুল-বাশার

সিলেটের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে এই আসরের উদ্বোধন হবে। ৬টি ফ্র্যাঞ্চাইজির আসন্ন বিপিএলে পরিবর্তনের সম্ভাবনা ছিল বিসিবির। গত আসরের অন্যতম সমালোচিত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম এবার নতুন মালিকানায় অংশ নিচ্ছে। কিন্তু তারাই এবার সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিলো।
বিজ্ঞাপন
চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব (মালিকানা) বুঝে নিয়েছে বিসিবি। এরপর চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে এবং টিম ডিরেক্টর পদে হাবিবুল বাশার সুমন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শুরুতে প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনেশিয়ান মমিনুল হকের নাম জানিয়েছিল চট্টগ্রাম। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে নিয়োগ দেওয়ার কথা জানায়।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছিল চট্টগ্রাম রয়্যালস। তবে আফ্রিকান কোচ ক্যাম্পের বাংলাদেশে আসা নিয়ে অনিশ্চিয়তার কথা শোনা যায় বুধবার (২৪ ডিসেম্বর) থেকে। এবার জানা গেল, ৪৮ বছর বয়সী সাবেক এই প্রোটিয়া বোলিং অলরাউন্ডার বিপিএলে আসছেন না। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও তার দক্ষতা কাজে লাগানোর প্রত্যাশা ছিল দলটির, কিন্তু পুরোনো মালিকানাই যে বদলে গেছে।
বিজ্ঞাপন
ফলে মিজানুর রহমান বাবুলের কাঁধে এসে পড়ল চট্টগ্রামের কোচিংয়ের দায়িত্ব। এ ছাড়া আগে থেকেই দলটির ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে রয়েছেন তুষার ইমরান। এদিকে, চট্টগ্রামের দায়িত্ব নিতে বিপিএলের টেকনিক্যাল কমিটির দায়িত্ব ছেড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার। দিনের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।








