আইএল টি-টোয়েন্টি ছেড়ে দেশে ফিরছেন ফিজ ও তাসকিন

বাংলাদেশের দুই প্রধান পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ আন্তর্জাতিক লিগ (আইএল) টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজির শিবির থেকে নিজেদের শেষ ম্যাচ খেলে দেশে ফিরছেন।
বিজ্ঞাপন
২৩ ডিসেম্বর পর্যন্ত তারা জাতীয় দলের জন্য অনুমোদিত এনওসি (অনাপত্তিপত্র) পেয়ে টুর্নামেন্ট খেলেছিলেন। যদিও আইএল টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি খেলা তাদের দলের বাকি অংশে চলছিল, বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে চলায় দেশে ফিরতে হয়েছে এই দুই তারকাকে।
মুস্তাফিজুর রহমানের দারুণ ফর্ম এবারও অব্যাহত ছিল। ৯ ম্যাচে ৮ জয় এনে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফ নিশ্চিত করতে সহায়তা করেছেন ৩০ বছর বয়সী এই বোলার। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসেবেই দেশে ফিরছেন ফিজ। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। শীর্ষে রয়েছেন মুস্তাফিজের সতীর্থ ওয়াকার সালামখিল, যিনি ১৭ উইকেট শিকার করেছেন, তবে এক ম্যাচ বেশি খেলে।
বিজ্ঞাপন
অন্যদিকে তাসকিন আহমেদের আসর শুরু হয় দেরিতে। প্রথম কয়েক ম্যাচে বেঞ্চে থাকার কারণে তার খেলোয়াড়িক সংখ্যাও কম। শেষ পর্যন্ত ৬ ম্যাচে ৮.৭৫ ইকোনমিতে ৯ উইকেট শিকার করেছেন। উইকেটসংগ্রাহকের তালিকায় তিনি যৌথভাবে ১০ নম্বরে অবস্থান করছেন। তাসকিনের দলের শারজাহ ওয়ারিয়র্সও সুখকর অবস্থানে নেই। সমান ম্যাচে ৬ পয়েন্টে তারা টেবিলের তলানিতে, ছয় নম্বরে অবস্থান করছে। প্লে-অফ খেলার আশা এখনও আছে, তবে হাতে-কলমে নির্ভর।
গতকাল দুই বাংলাদেশি তারকা একে অপরের মুখোমুখি হয়েছিলেন ম্যাচে। ১৩৫ রানের লক্ষ্য ধাওয়ার সময় মুস্তাফিজুর ৪ ওভারে ১ উইকেট নিয়ে ২৯ রান দিয়েছেন। শেষ ওভারে ১২ রান না হলে তার বোলিং ফিগার আরও প্রভাবশালী হতে পারত। তুলনামূলকভাবে তাসকিন ৩.১ ওভারে ১ উইকেট নিয়েছেন এবং সমান রান খরচ করেছেন। ম্যাচ শেষে জয় তুলে নিয়েছে মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস।
বিজ্ঞাপন
এবার বিপিএল শুরুতে জাতীয় দলের এই দুই তারকাকে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলতে দেখা যাবে। দেশের মাটিতে ফেরার সঙ্গে সঙ্গে তাদের জন্য নতুন চ্যালেঞ্জ শুরু হতে চলেছে, যেখানে ভক্ত ও সমর্থকদের প্রত্যাশাও তীব্র।








