Logo

বিপিএল শুরুর আগমুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন নান্নু

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪
5Shares
বিপিএল শুরুর আগমুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন নান্নু
ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেরদিন (বৃহস্পতিবার) টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেন হাবিবুল বাশার সুমন। মূলত চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টরের দায়িত্ব নিতেই তিনি ওই পথে হাঁটলেন। পরবর্তীতে বিপিএলের টেকনিক্যাল কমিটিতে নতুন করে যুক্ত হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পরিবর্তে আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুকে টেকনিক্যাল কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিজ্ঞ এই সাবেক নির্বাচক যুক্ত হওয়ায় টেকনিক্যাল কমিটির কাজ আরও শক্তিশালী হবে বলে মনে করছে বোর্ড।

বিপিএলের দ্বাদশ আসরের টেকনিক্যাল কমিটি—

বিজ্ঞাপন

আহ্বায়ক: এএসএম রকিবুল হাসান

পদাধিকারবলে সদস্য: ইফতেখার রহমান মিঠু

সদস্য: মিনহাজুল আবেদীন নান্নু ও অভি আবদুল্লাহ আল নোমান

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে সিলেট পর্ব দিয়ে বিপিএলের নতুন আসর শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। বিকেল ৩টায় স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD