Logo

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিশা-ফুয়াদরা, আরও যা থাকছে

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫
6Shares
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিশা-ফুয়াদরা, আরও যা থাকছে
ছবি: সংগৃহীত

বিভিন্ন বিতর্ক ও সমালোচনার চাদর মুড়িয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠছে। এবার জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে সেটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট করে অনুষ্ঠান করার কথা জানায় বিসিবি। যেখানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় তারকারা।

বিজ্ঞাপন

বিপিএলের উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী-সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ প্রদর্শিত হবে। বিপিএলের উদ্বোধন ঘোষণার সময় হবে প্রাথমিক আনুষ্ঠিকতা। এই সময় সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

শুরুতে কোরআন তিলওয়াত এবং সমন্বিত সুরে উপস্থিত সকলে কণ্ঠ মেলাবেন বাংলাদেশের জাতীয় সংগীতে। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ৩টায় মাঠে গড়াবে সিলেট-রাজশাহীর উদ্বোধনী ম্যাচ। বিসিবির কর্মকর্তা ও বিপিএলের গভর্নিং কাউন্সিল তা মাঠে উপস্থিত থেকে উপভোগ করবেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে এই ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুকতাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের মোকাবিলা করবে।

এবারের বিপিএলে কমেন্ট্রি বক্সে থাকছেন দেশি-বিদেশি জনপ্রিয় ধারাভাষ্যকাররা। সেই প্যানেলে আছেন– ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান এবং রমিজ রাজা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD