Logo

রশিদের খানের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

profile picture
ক্রীড়া ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৯
7Shares
রশিদের খানের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা
ছবি: সংগৃহীত

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সর্বশেষ ২০২৪ আসরে প্রথমবার ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল তারা। এবারও বড় লক্ষ্য নিয়ে রশিদ খানকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এই দলে আছেন ফজলহক ফারুকি, নাভিন-উল-হক ও মুজিব-উর রহমানরা।

বিজ্ঞাপন

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠবে। যেখানে আফগানিস্তান ‘ডি’ গ্রুপে ২০২৪ বিশ্বকাপের রানারর্সআপ দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। আসরের দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে রশিদ খানের দল। এরপর ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা, ১৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড, ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ও ১৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে খেলবে আফগানিস্তান।

গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি সীমিত ফরম্যাটের সিরিজের দলে ছিলেন না ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব। এর আগে অবশ্য টি-টোয়েন্টি এশিয়া কাপে ‍উভয়েই অফফর্মে ছিলেন। ফারুকি-নাইব দুজনকেই ফেরানো হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে। এ ছাড়া সাম্প্রতিক আফগান দলে ছিলেন না মুজিব-উর রহমান ও পেসার নাভিন-উল-হক। সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন নাভিন। তাদেরও এবারের বিশ্বকাপের বড় মঞ্চে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মুজিব মূল স্কোয়াডে থাকায় আরেক রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকা বাকি দুজন– ইজাজ আহমদজাই ও জিয়া-উর রহমান শারিফি। বিশ্বকাপের আগে একই স্কোয়াড নিয়ে আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ১৯–২২ জানুয়ারি পর্যন্ত হবে এই সিরিজ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) নাসিব খান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে আফগানিস্তান দুর্দান্ত যাত্রা করেছিল। আমরা অতীতের অসাধারণ সেই স্মৃতি লালন করি এবং আশা করি এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টে আরও ভালো ফলাফল করতে পারব। ওয়েস্ট ইন্ডিজকে (সিরিজ খেলার জন্য) আমন্ত্রণ জানাতে পারা আমাদের জন্য বেশ ভালো সুযোগ, যাতে আমাদের দলীয় কম্বিনেশন গড়ে তোলা এবং বিশ্বকাপের জন্য যথাযথভাবে প্রস্তুতি নেওয়া যায়।’

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ ও টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নুর আহমদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আব্দুল্লাহ আহমদজাই

রিজার্ভ: আল্লাহ মোহাম্মদ গাজানফার, ইজাজ আহমদজাই ও জিয়া-উর রহমান শারিফি

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD