Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের দুঃসংবাদ

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, ২০:২৪
3Shares
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র ৩৮ দিন বাকি। প্রতিযোগী দেশগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করার অপেক্ষায় থাকলেও পাকিস্তান দলের জন্য এল অনাকাঙ্ক্ষিত খবর। হাঁটুর ইনজুরির কারণে শাহিন শাহ আফ্রিদি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ থেকে ছিটকে গেছেন।

বিজ্ঞাপন

শাহিন প্রথমবার ব্রিসবেন হিট দলের হয়ে খেলতে গিয়েছিলেন। দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেছেন, ব্রিসবেন হিট দল ও সমর্থকদের অসীম ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। অনাকাঙ্ক্ষিত ইনজুরির কারণে পিসিবি আমাকে পুনর্বাসনের জন্য ডেকে পাঠিয়েছে। আশা করি শিগগিরই মাঠে ফিরব।

চোটটি ঘটেছিল ২৭ ডিসেম্বর, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের ১৪তম ওভারে। ওই সময় হাঁটতে সমস্যায় পড়েন শাহিন, পরে তিনি মাত্র ৩ ওভারের বোলিং করতে পেরেছিলেন।

বিজ্ঞাপন

ব্রিসবেন হিটের প্রধান নির্বাহী টেরি ভেনসন বলেন, পুরো মৌসুমে তাকে পাওয়া ভালো হতো, তবে তা না পারলেও আমরা তার উপস্থিতি এবং তরুণ বোলারদের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগাভাগি করায় সন্তুষ্ট।

২৫ বছর বয়সী বাঁ–হাতি পেসার ব্রিসবেন হিটের হয়ে ৪টি ম্যাচে খেলেছেন এবং নিয়েছেন মাত্র ২ উইকেট, যেখানে তার ইকোনমি রেট ছিল ১১.১৯।

বিজ্ঞাপন

শাহিন আফ্রিদি ছাড়াও পাকিস্তান দলের সাবেক অধিনায়ক বাবর আজমও এই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। সিরিজের খেলা হবে ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায়।

এই ইনজুরি পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও স্কোয়াডের জন্য বাড়িয়েছে চাপ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD