Logo

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তামিম, লিটন ও কোয়াব

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৩
7Shares
খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তামিম, লিটন ও কোয়াব
বেগম খালেদা জিয়া । ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মৃত্যুবরণ করেছেন। পুরো দেশ এই সংবাদে শোকাহত, এবং তেমনই অনুভূতি প্রকাশ করেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররাও।

বিজ্ঞাপন

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল তার ফেসবুকে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

সদ্য বিদায়ী জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস শোক প্রকাশ করে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদৌস বরকত করুন।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। এই সময়ে তাঁর পরিবার, স্বজন এবং সমগ্র জাতির প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।

ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ও এই শোকের মুহূর্তে বিবৃতি প্রকাশ করেছে। কোয়াব তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের সকলের সাথে আমরা এই শোকের ভাগীদার। আমরা তাঁর সমর্থন ও উৎসাহকে শ্রদ্ধা জানাই, যা বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। তার আত্মার শান্তির জন্য আমাদের প্রার্থনা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD