খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক: বিপিএলের পর ফুটবল ম্যাচও স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার ইন্তেকালের খবরে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ফেডারেশন ও সংস্থা খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দিনের দুটি ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
ক্রিকেটের পাশাপাশি ফুটবল অঙ্গনেও নেওয়া হয়েছে একই ধরনের সিদ্ধান্ত। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ফেডারেশন কাপের দুটি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশনটি।
এছাড়া আজ নোয়াখালীতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। শোকের কারণে সেই ফাইনালও স্থগিত করা হয়েছে। বাফুফে জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ ও টুর্নামেন্টগুলোর নতুন সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।
খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি, বাফুফে ছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই তাকে একজন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছেন।
বিজ্ঞাপন
ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে খালেদা জিয়া বিভিন্ন সময় খেলাধুলা ও ক্রীড়া উন্নয়নের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তার প্রয়াণে ক্রীড়াঙ্গন একজন শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো বলে মন্তব্য করেছেন অনেকে।
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় জীবনের অন্যান্য অঙ্গনের মতো ক্রীড়াঙ্গনেও শোকের আবহ বিরাজ করছে, যার প্রতিফলন ঘটেছে আজকের খেলাসূচি স্থগিতের সিদ্ধান্তে।








