আবারও মধ্যপ্রাচ্যের সেরা রোনালদো, চোখ এবার হাজার গোলের দিকে

পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আবারো প্রমাণ করলেন, বয়স শুধু সংখ্যা—মাঠে তার দাপট এখনও অব্যাহত। ২০২৫ সালে আল নাসরের হয়ে প্রথম ১০ ম্যাচে করেছেন ১২ গোল, যা তাকে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার জিততে সাহায্য করেছে।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) গ্লোব সকার অ্যাওয়ার্ডস-এর জমকালো অনুষ্ঠানে রোনালদো এই সম্মাননা অর্জন করেন। আল হিলালের সালেম আল দাওসারি, আল ইত্তিহাদের করিম বেনজেমা এবং আল আহলির রিয়াদ মাহরেজকে পিছনে ফেলে মধ্যপ্রাচ্যের সেরার ট্রফি জয় করেন তিনি।
রোনালদোর লক্ষ্য এখন জাদুকরী এক সংখ্যা—১,০০০ গোল। ইতিমধ্যেই আল নাসরের হয়ে জোড়া গোল করার পর তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেছেন, বয়স বেড়ে গেলেও অনুপ্রেরণা এখনও আগের মতোই তীব্র। তিনি খেলতে, ট্রফি জিততে এবং গোল করতে ভালোবাসেন।
বিজ্ঞাপন
রোনালদো বলেন, আমি থামতে চাই না। আরও ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যায় পৌঁছাতে চাই, যেটা সবাই জানে। ইনশাআল্লাহ, কোনো চোট না এলে আমি নিশ্চিতভাবে ১,০০০ গোলের মাইলফলকে পৌঁছাবো,।
অন্যান্য পুরস্কার: মেয়েদের সেরা: আইতানা বোনমাতি (বার্সেলোনা), সেরা ক্লাব: পিএসজি, সেরা কোচ: লুইস এনরিকে, সেরা মিডফিল্ডার: ভিতিনিয়া (পিএসজি) সেরা উদীয়মান ফুটবলার: দেসিরে দুয়ে, সেরা ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল্লে (বার্সেলোনা), যার জন্য তাকে দেওয়া হয় ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড, প্রয়াত কিংবদন্তির নামে চালু এই পুরস্কার ফুটবলে নৈপুণ্য ও প্রতিভার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।
বিজ্ঞাপন
রোনালদোর মধ্যপ্রাচ্যের সেরা হওয়ার দিন আবারো দেখালো, তার জাদুকরী গোল, অনুপ্রেরণা এবং ট্রফি ক্ষুধা তাকে বিশ্ব ফুটবলের মহাপ্রতিভাদের মধ্যে আলাদা করে রেখেছে।








