সূর্যের দেখা নেই, ফ্লাডলাইটের আলোয় শুরু হলো চট্টগ্রাম-রংপুর ম্যাচ

সিলেটের তীব্র শৈত্যপ্রবাহে শুক্রবার থেকে শুরু হওয়া আবহাওয়া এখনও আগের মতোই রোদের দেখা দিচ্ছে না। বিশেষ করে আজ সোমবার দুপুর গড়ালেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সূর্যের আলো দেখা যায়নি। এর কারণে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্সের ম্যাচ শুরু করতে হয়েছে ফ্লাডলাইটের আলোয়।
বিজ্ঞাপন
অ্যাডভান্সে ভেবেছিল দর্শকরা আবহাওয়ার তীব্র ঠাণ্ডায় কম আসবেন, আর এদিন মাঠে হাজির হয়েছেন হাজার খানেক দর্শক। তীব্র শীতের মধ্যে তাদের উত্তেজনা বজায় রেখেছে খেলার আকর্ষণ।
রংপুর রাইডার্স টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে, যার ফলে চট্টগ্রাম রয়্যালস ব্যাট করতে নেমেছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম রয়্যালস সম্ভাব্য একাদশ: মির্জা বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।
রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ: ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
আরও পড়ুন: বিপিএলে হ্যাটট্রিক করেছেন যারা
বিজ্ঞাপন
খেলোয়াড়রা ফ্লাডলাইটের আলোয় নিজেদের দক্ষতা প্রমাণ করার চেষ্টা করছেন। আবহাওয়া কিছুটা শীতল হলেও ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা বজায় আছে, এবং ম্যাচটি দর্শক ও খেলোয়াড় উভয়ের জন্যই উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে।








