Logo

বিপিএলে হ্যাটট্রিক করেছেন যারা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৫
2Shares
বিপিএলে হ্যাটট্রিক করেছেন যারা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি দ্বাদশ আসরে চতুর্থ ম্যাচেই দেখা মিলেছে আসরের প্রথম হ্যাটট্রিকের।

বিজ্ঞাপন

নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদি হাসান রানা শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে এই কীর্তি দেখান। এই সাফল্যের মাধ্যমে বিপিএলে হ্যাটট্রিক করার নবম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন রানা।

নোয়াখালী ১৪৪ রানের লক্ষ্য নির্ধারণ করে। শেষ দিকে সিলেট ১৮ বল বাকি থাকাকালীন ২৫ রানের প্রয়োজন ছিল। তখনই রানা ম্যাচের গতিপথ বদলে দেন। শুরু হয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বোল্ড আউট করে।

বিজ্ঞাপন

প্রথমে আম্পায়ার আউট না দিলেও টিভি রিপ্লেতে স্পাইক দেখে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এরপর নাসুম আহমেদ লেগ বিফোরে আউট হন। ওভারের শেষ বলে খালেদ আহমেদ একটি বড় শট খেলতে গিয়ে লং অনে হাসান ইসাখিলের হাতে ক্যাচ দিয়ে হ্যাটট্রিক সম্পন্ন হয়।

যদিও নোয়াখালী ম্যাচটি শেষ পর্যন্ত জিতে না, ব্যক্তিগত নৈপুণ্যে রানা রেকর্ডে নাম লিখিয়েছেন। ২৮ বছর বয়সী এই পেসার ৪ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন।

বিজ্ঞাপন

এর আগে বিপিএলে মোট ৮ জন বোলার হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিতে পাঁচজন ও বিদেশি চারজন ক্রিকেটারের নাম রয়েছে। বিপিএলের ইতিহাসে উল্লেখযোগ্য হ্যাটট্রিকের তালিকা -২০১২: মোহাম্মদ সামি (রাজশাহী, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে), ২০১৫: আল-আমিন হোসেন (বরিশাল, সিলেট সুপারস্টারসের বিপক্ষে), ২০১৯: তিনটি হ্যাটট্রিক– আলিস আল ইসলাম, ওয়াহাব রিয়াজ, আন্দ্রে রাসেল, ২০২২: মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্সের বিপক্ষে), ২০২৪: শরিফুল ইসলাম ও মঈন আলি, ২০২৫: সর্বশেষ মেহেদি হাসান রানাG

এর মাধ্যমে বিপিএলের ইতিহাসে নয়া নামের সাথে যোগ হলো মেহেদি হাসান রানার, যা নতুন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের জন্য আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD