জোড়া হার পেরিয়ে ঘুরে দাঁড়াতে আশাবাদী নোয়াখালী এক্সপ্রেস

বিপিএলের চলমান দ্বাদশ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে অভিষেক হলেও শুরুটা ভালো হয়নি নোয়াখালী এক্সপ্রেসের। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখে পড়েছে দলটি। তবে এই ধাক্কা কাটিয়ে দল ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদী উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ১ উইকেটে হেরে যায় নোয়াখালী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অঙ্কন বলেন, এই মাঠের কন্ডিশনে শুরুটা ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।
তিনি বলেন, এখানে প্রথম তিন-চার ওভারেই বল অনেক মুভ করে। সবাই হয়তো দ্রুত মানিয়ে নিতে পারেনি। নতুন ব্যাটারদের জন্য পরিস্থিতি কঠিন ছিল। তবুও আমরা বিশ্বাস রেখেছিলাম যে ভালো জুটি গড়তে পারলে এবং সময়মতো ব্রেকথ্রু নিতে পারলে ম্যাচ আমাদের পক্ষে আসবে। দুর্ভাগ্যবশত সেটা হয়নি।
বিজ্ঞাপন
ওভাররেটজনিত পেনাল্টির বিষয়টিও ম্যাচে প্রভাব ফেলেছে বলে জানান অঙ্কন। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় শেষদিকে একজন ফিল্ডার বৃত্তের ভেতরে রাখতে হয়, যা বোলারদের জন্য বাড়তি চাপ তৈরি করে।
অঙ্কন বলেন, ওভাররেটে পিছিয়ে পড়ায় বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হয়েছে। শিশিরও ছিল, ফলে বোলারদের জন্য কাজটা আরও কঠিন হয়ে যায়। তবুও আমরা বিশ্বাস রেখেছিলাম জিততে পারব।
বিজ্ঞাপন
দলের সক্ষমতার ওপর আস্থা রেখে জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র এক-দুটি ম্যাচ দিয়ে বিচার করা ঠিক হবে না। “টপ অর্ডার দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিপিএলে এমন ওঠানামা থাকেই। যারা খেলছে তাদের সবারই সামর্থ্য আছে। আশা করছি দল হিসেবে খুব শিগগিরই আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব, যোগ করেন তিনি।








