টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে যা জানালেন শান্ত

সবশেষ কয়েক মাস ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের বাইরে আছেন নাজমুল হোসেন শান্ত। তবে চলমান বিপিএলের দুই ম্যাচেই দারুণ এই ব্যাটিং করেছেন।
বিজ্ঞাপন
প্রথম ম্যাচে সেঞ্চুরির পর শনিবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে করেছেন ৩৭ রান।
রানে থাকায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজেকে দেখেন কি না শান্ত? এমন প্রশ্নের জবাবে আজ (শনিবার) ম্যাচের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘সিলেকশন, ওয়ার্ল্ড কাপে যাব, যাব না এটা নিয়ে আমি একদমই ভাবছি না। কারণ এটা আমার পার্ট না। আমি একদমই চিন্তা করছি যে কীভাবে আমি নিয়মিত ধারাবাহিকভাবে রান করতে পারি এবং দলের ওপর ওই অবদানটা রাখতে পারি।’
বিজ্ঞাপন
সর্বশেষ বিপিএলে মাত্র ৫ ম্যাচে খেলতে পেরেছিলেন শান্ত। ফরচুন বরিশালের হয়ে আসরটির শুরুর দিকে কিছু ম্যাচে সুযোগ পেলেও শেষের দিকে আর জায়গা হয়নি তার। ৫ ইনিংসে মাত্র ৫৬ রান এসেছিল তার ব্যাট থেকে। এবার নিজেকে ফিরে পেয়েছেন শান্ত।
তিনি বলেছেন, ‘যেটা আমার কপালে আছে সেটা তো আছেই। আমার কাজ হলো পারফর্ম করা রান করা যেটা আমি করার চেষ্টা করব। ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো আলহামদুলিল্লাহ, যদি না হয় আবার চেষ্টা করব কীভাবে আমি কামব্যাক করতে পারি।’








