Logo

বিপিএলের মতো পিএসএলেও দলের মালিকানা নিচ্ছে বোর্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৫, ২০:৫৩
6Shares
বিপিএলের মতো পিএসএলেও দলের মালিকানা নিচ্ছে বোর্ড
ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা চট্টগ্রাম রয়্যালসের মালিকানা আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নিয়ন্ত্রণে। বিশ্বের প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা নেই বললেই চলে। তবে বিপিএলের পর এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ঘটতে যাচ্ছে একইরকম ঘটনা।

বিজ্ঞাপন

পিএসএলে ২০২১ আসরের চ্যাম্পিয়ন দল মুলতান সুলতানস। এতদিন জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় ছিল আলি খান তারিন। তবে আগামী আসর থেকে এই দলটির মালিকানায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেখা যাবে।

সর্বশেষ আসরের পর থেকেই তার কর্মকাণ্ডে বিব্রত পিসিবি। এরই মধ্যে তাকে আইনি নোটিশও পাঠিয়েছিল বোর্ড। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় আলি তারিনকে। পরে এক ভিডিওতে দেখা যায় তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন।

বিজ্ঞাপন

পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মুলতান মালিকের বিরুদ্ধে। এসবের অভিযোগের পরও তারিন কোনো কিছুতেই পাত্তা দেননি বোর্ডকে। ফলে শেষ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বোর্ড।

মুলতানের মালিকানায় বোর্ড নিজেই থাকবে, এমন ঘোষণা দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য একজন ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ‘ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য আগামী ৭-৮ দিনের মধ্যেই একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD