Logo

ইমাদের সঙ্গে বিচ্ছেদের আসল কারণ জানালেন সানিয়া

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:০৬
2Shares
ইমাদের সঙ্গে বিচ্ছেদের আসল কারণ জানালেন সানিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকায় খেলা পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদ করেছেন। প্রথম ম্যাচে ঢাকার জার্সিতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পরই এই ব্যক্তিগত সিদ্ধান্ত প্রকাশ পায়।

বিজ্ঞাপন

ইমাদ ইনস্টাগ্রামে রবিবার (২৮ ডিসেম্বর) একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ ও সমাধান না হওয়ার কারণে আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন। ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ করবেন না।”

ইমাদের প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাকও সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের জটিলতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “অনেক দাম্পত্য জীবনের মতো আমাদের সম্পর্কেও জটিলতা ছিল। তবু তা এতদিন টিকে ছিল।”

বিজ্ঞাপন

এরপর আরও একটি পোস্টে সানিয়া দাবি করেন, তাদের সংসার তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ভেঙে গেছে। তিনি বলেন, “আমি আমার সন্তানদের বাবা থেকে স্নেহের সুযোগ থেকে বঞ্চিত দেখছি। আমাদের তিন সন্তান রয়েছে, যার মধ্যে পাঁচ মাস বয়সী একটি শিশু এখনো বাবার কোলে যায়নি। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমি পরিবারকে রক্ষা করতে আন্তরিক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় পক্ষের কারণে সম্পর্ক ভেঙে গেছে, যার উদ্দেশ্য ছিল আমার স্বামীকে নিজের দিকে আনা। এটি আমাদের ইতোমধ্যেই ধুঁকতে থাকা সম্পর্কের জন্য চূড়ান্ত আঘাত হয়ে গেছে।”

ইমাদ ওয়াসিম পাকিস্তানের জার্সিতে ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছেন। জাতীয় দলের হয়ে তিনি ৫৫টি ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৮৬ রান এবং ৪৪ উইকেট অর্জন করেছেন ওয়ানডেতে, আর টি-টোয়েন্টিতে ৫৫৪ রান ও ৭৩ উইকেট সংগ্রহ করেছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন তিনি। একই বছর ডিসেম্বরে ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের জন্য অবসর ঘোষণা করেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD