ফাহিম-মুস্তাফিজের বোলিং তোপে মাত্র ১০২ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চট্টগ্রাম রয়্যালসের দ্বিতীয় ম্যাচ ছিল চমকের। নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় নিয়েও এবার বিপরীত ছন্দে মাঠে নেমেছিল সাগরপাড়ের দল।
বিজ্ঞাপন
রংপুর রাইডার্সের বোলার ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানের আক্রমণে চট্টগ্রাম রয়্যালস মাত্র ১০২ রানে অলআউট হয়। ফলে রংপুরের লক্ষ্য দাঁড়ালো মাত্র ১০৩ রান।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: ম্যাচের শুরুতে টস জিতে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথম বলেই চট্টগ্রামের ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন সাজঘরের পথ ধরেন মাত্র ১ রানে।
বিজ্ঞাপন
দ্বিতীয় উইকেটে কিছুটা স্থিতিশীলতা আনে ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ। তবে তাদের ব্যাটিংও বড় করতে পারেনি। ২৪ বলে ২০ রান করে বেগ আউট হন, আর নাঈম ২০ বলে ৩৯ রানে ফিরে যান।
এরপর ফাহিম ও মুস্তাফিজ যেন বোলিংয়ে একের পর এক ধাওয়া চালান। চট্টগ্রামের শেষ আট ব্যাটারের মধ্যে মাত্র একজনই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন। আবু হায়দার রনি করেন ২১ বলে ১৩ রান।
বিজ্ঞাপন
বাকিদের অবস্থা ছিল হালকা: মাহমুদুল হাসান জয়: ০, মাহফিজুল ইসলাম: ১, মাসুদ গুরবাজ: ৯, শেখ মেহেদী হাসান: ১, তানভীর ইসলাম: ৬, শরিফুল ইসলাম: ৬, মুকিদুল ইসলাম: ১, রংপুর রাইডার্সের বোলিং হাইলাইট: ,ফাহিম আশরাফ: ৫ উইকেট, মুস্তাফিজুর রহমান: ২ উইকেট, এছাড়া তিনজন বোলার এক করে উইকেট পেয়েছেন।








