বিপিএলের স্থগিত দুই ম্যাচের সূচি জানাল বিসিবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এদিন বিকেল ৩টায় প্রথম ম্যাচ এবং রাত ৮টায় দ্বিতীয় ম্যাচ আয়োজিত হবে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল।
বিজ্ঞাপন
এর আগে বিসিবি জানিয়েছিল, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকময় পরিবেশকে সম্মান জানিয়ে মঙ্গলবারের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলাদা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, 'বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত।
বিজ্ঞাপন
বিসিবি স্মরণ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়, যা আজকের সাফল্যের পথ সুগম করেছে।
বিসিবি আরও জানায়, এই শোকাবহ সময়ে তারা জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং প্রয়াত নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে। ধারণা করা হচ্ছে, বুধবারের ম্যাচগুলোতেও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে।








