খালেদা জিয়ার বিদায়ে শোকাচ্ছন্ন বিপিএল, ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে সারাদেশে শোকের আবহ তৈরি হয়েছে। এই শোকের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের নির্ধারিত দুটি ম্যাচ বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় শোকের প্রেক্ষাপটে আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দুটি স্থগিত রাখা হয়েছে। বাতিল হওয়া ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। পুনঃনির্ধারিত সময়সূচি সম্পর্কে যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে ওঠে।
বিজ্ঞাপন
ব্যক্তিগত চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরেই সংকটময় সময় পার করছিলেন। শেষ পর্যন্ত সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক গুরুত্বপূর্ণ নাম। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং মোট তিনবার সরকারপ্রধানের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করছেন।
বিজ্ঞাপন
প্রয়াত এই নেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ক্রীড়াঙ্গনেও কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিপিএলের ম্যাচ বাতিলের মাধ্যমে জাতীয় শোকের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।








