হাকিমির ফেরার ম্যাচে দাপুটে জয় মরক্কোর

চোটের কারণে প্রায় দুই মাস জাতীয় দলের বাইরে থাকা মরক্কোর অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফ হাকিমি ফিরলেন দারুণ জয়ে। তার ফেরার ম্যাচেই আফ্রিকা কাপ অব নেশন্সে জাম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে মরক্কো।
বিজ্ঞাপন
রাবাতে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হয় মরক্কো। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ম্যাচের নবম মিনিটেই আইয়ুব আল কাবির গোলে লিড নেয় মরক্কো।
এরপর ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। আবদে ইজালজৌলির বাড়ানো বলে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরগতির খেললেও নিয়ন্ত্রণ ধরে রাখে মরক্কো। উল্টো ৫০তম মিনিটে আইয়ুব আল কাবি নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আর কোনো গোল না হলেও বড় ব্যবধানের জয় নিশ্চিত করে মরক্কো।
এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করে শীর্ষস্থান নিশ্চিত করেছে মরক্কো। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। অপরদিকে, তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে জাম্বিয়া।
বিজ্ঞাপন
গ্রুপের বাকি দলগুলোর মধ্যে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মালি এবং ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কমোরোস।








