খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের শোক

বাংলাদেশের প্রখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি শোকবার্তা প্রকাশ করেন।
সাকিব লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুঃখজনক মুহূর্তে তার পরিবার ও নিকটাত্মীয়দের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান সমৃদ্ধ। “আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি,” যোগ করেন সাকিব।
প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার প্রয়াণ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে একটি শোকের বার্তা নিয়ে এসেছে।








