ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে ভারতের ৩ ক্রিকেটার

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঘোষণা করেছে ২০২৫ সালের টেস্ট ক্রিকেটের বর্ষসেরা একাদশ। এতে অস্ট্রেলিয়া থেকে ৪ জন, ভারত থেকে ৩ জন ক্রিকেটার স্থান পেয়েছেন।
বিজ্ঞাপন
সেরা একাদশের ক্রিকেটাররা: অস্ট্রেলিয়া: ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, ভারত: লোকেশ রাহুল, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), সাইমন হার্মার।
ইংল্যান্ড: জো রুট, বেন স্টোকস, দ্বাদশ ব্যক্তি: রবীন্দ্র জাদেজা (ভারত) ভারতীয়দের পারফরম্যান্স: লোকেশ রাহুল: ১০ ম্যাচে ১৯ ইনিংস, গড় ৪৫.১৬, ৮১৩ রান, শুভমান গিল: ধারাবাহিক ফর্মে জায়গা নিশ্চিত অধিনায়ক টেস্ট অধিনায়ক: ৯ ম্যাচে ১৬ ইনিংস, গড় ৭০.৭১, ৯৮৩ রান, জাসপ্রিত বুমরাহ: ধারাবাহিক পেস বোলিং।








