৮ বছর কোমায় থাকার পর মারা গেলেন ক্রিকেটার

একসময় ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটের উঠতি মুখ। দেশটির হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম্যাচেও খেলেছিলেন। কিন্তু একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় কোমায় চলে যান। প্রায় ৮ বছর ওই অবস্থায় থাকার পর অবশেষে প্রয়াত হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার আকশু ফার্নান্দো। ফার্নান্দোর প্রয়াণে শোকাহত ক্রিকেটভক্তরা।
বিজ্ঞাপন
১৯৯১ সালে জন্ম ফার্নান্দোর। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করতেন। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। সেমিফাইনালে শ্রীলঙ্কা হারলেও তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ রান করেছিলেন। এরপর অনূর্ধ্ব-২৩ পর্যায়েও খেলেছিলেন। নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলতেন।
আরও পড়ুন: বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল করল বিসিবি
তবে ২০১৮ সালে এক ভয়ানক দুর্ঘটনায় সব হিসেবনিকেশ বদলে যায়। সেই বছরের ২৮ ডিসেম্বর এক সতীর্থর সঙ্গে অনুশীলন শেষে ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
শরীরের বেশ কয়েকটি হাড় ভাঙে, মাথায় ভয়ানক চোট লাগে। যার জেরে কোমায় চলে যান ফার্নান্দো। তারপর থেকে আট বছর লাইফ সাপোর্টে ছিলেন। তার দীর্ঘ চিকিৎসায় কার্যত সর্বস্বান্ত হতে বসেছিল পরিবার। অবশেষে মঙ্গলবার প্রয়াত হন ফার্নান্দো।








