Logo

অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম সেঞ্চুরি

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৬, ১২:০৩
অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াতে আগে কখনও সেঞ্চুরি ছিল না। তবে চলমান অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবিতেও তার ব্যাট হাসছে। ব্রিসবেনের পর আজ সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে করলেন চলতি সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে বছরের প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিংকে ছুঁলেন এই ব্যাটার।

বিজ্ঞাপন

টেস্টে সর্বকালের শীর্ষ সেঞ্চুরিয়ানের তালিকায় রুট এখন তিন নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ারের ৪১তম শতকের দেখা পেলেন তিনি। ১৬৩ ম্যাচ খেলে পন্টিংকে (১৬৮ ম্যাচ) ছুঁলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ৪৫ ও ৫১ সেঞ্চুরি নিয়ে তার উপরে কেবল জ্যাকস ক্যালিস ও শচীন টেন্ডুলকার।

২০১২ সালের ডিসেম্বরে নাগপুরে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল রুটের। তবে গত পাঁচ বছরে এনিয়ে ২৪টি সেঞ্চুরিতে নিজেকে অনন্য উচ্চতায় নিলেন ৩৫ বছর বয়সী ব্যাটার।

বিজ্ঞাপন

সিডনিতে দ্বিতীয় দিনের খেলায় লাঞ্চের আগে ১৪৬ বলে ক্যারিয়ারের ৬০তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন রুট। সেখানেই থামেননি। ২২৬ বলে ১৭তম দেড়শ রান পূর্ণ করেন, যে তালিকায় ২০ বার এই মাইলফলক ছুঁয়ে সবার উপরে শচীন। ১৯টি দেড়শতে যৌথভাবে দ্বিতীয় স্থানে ব্রায়ান লারা ও কুমার সাঙ্গাকারা। ১৮টি দেড়শ ছাড়ানো ইনিংসে তিনে ডন ব্র্যাডম্যান। এদিন রুট পেছনে ফেলেছেন মাহেলা জয়াবর্ধনেকে (১৬)।

আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রুট। এজন্য দরকার মাত্র ৬৩ রান। তাহলেই শচীনের (১৫৯২১) পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ১৪ হাজার রানের মাইলফলক ছোঁবেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার। সিডনিতে ২৪২ বলে ১৬০ রান করে তার মোট সংগ্রহ ১৩৯৩৭ রান। রুটের অনবদ্য ইনিংসের পর হ্যারি ব্রুকের ৮৪ ও জেমি স্মিথের ৪৬ রানের সুবাদে ইংল্যান্ড ৩৮৪ রান করে। তাদের ইনিংস আরও বড় হতে পারতো। কিন্তু ৬১ রানে শেষ পাঁচ উইকেট হারায় তারা।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD