Logo

বিস্তারিত জানতে চেয়েছে আইসিসি, আজই জবাব দেবে বিসিবি

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩
বিস্তারিত জানতে চেয়েছে আইসিসি, আজই জবাব দেবে বিসিবি
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ নতুন করে আলোচনায় এসেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিস্তারিত ব্যাখ্যা ও তথ্য জানতে চেয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, আজই আইসিসির কাছে লিখিতভাবে নিজেদের অবস্থান তুলে ধরবে বোর্ড।

বিজ্ঞাপন

সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। এরপরই বিসিবি আইসিসিকে জানায়, এমন পরিস্থিতিতে তারা ভারতে দল পাঠাতে আগ্রহী নয়। একই সঙ্গে নিজেদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানানো হয়।

আইসিসির অবস্থান নিয়ে ধোঁয়াশা: শুরুতে শোনা যাচ্ছিল, বাংলাদেশের উদ্বেগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে আইসিসি এবং বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হতে পারে। তবে পরে ভিন্ন তথ্য সামনে আসে। ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো সোমবার জানায়, বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইসিসি। সংস্থাটি বিসিবিকে স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতেই হবে বাংলাদেশকে, নচেৎ ম্যাচ না খেললে পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদনের পর বিষয়টি আরও জটিল আকার ধারণ করে এবং ক্রিকেট মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

আইসিসির নতুন মেইল, আজই জবাব দেবে বিসিবি: তবে আজ সকালে বিসিবির ভেতরের একটি সূত্র জানায়, আইসিসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বরং নিরাপত্তা সংক্রান্ত বাংলাদেশের দাবির পক্ষে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা চেয়ে গতকাল রাতেই বিসিবির কাছে একটি ই-মেইল পাঠিয়েছে আইসিসি।

বিসিবির একজন পরিচালক ঢাকা পোস্টকে জানিয়েছেন, বোর্ড আজই সেই মেইলের জবাব দেবে। সেখানে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ, সাম্প্রতিক ঘটনাবলি এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

কী দাঁড়াচ্ছে পরিস্থিতি: বিশ্লেষকদের মতে, এই চিঠি চালাচালির মধ্য দিয়ে বিষয়টি এখনো আলোচনার টেবিলেই রয়েছে। তবে শেষ পর্যন্ত আইসিসি যদি সূচিতে কোনো পরিবর্তন না আনে, তাহলে বাংলাদেশকে কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরের আগে এই নিরাপত্তা বিতর্ক নতুন করে উত্তেজনা তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। এখন নজর সবার—আইসিসির পরবর্তী অবস্থান এবং বিসিবির আজকের জবাবের দিকে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD