বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে কড়া হুঁশিয়ারি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টানাপোড়েন প্রকাশ্যে আসতে শুরু করেছে।
বিজ্ঞাপন
বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বিসিবির অনুরোধ কার্যত নাকচ করে দিয়েছে আইসিসি। বরং নির্ধারিত ভেন্যুতে ম্যাচ না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে গত মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভা শেষে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বৈঠকটি ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকইনফো।
বিজ্ঞাপন
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে—বাংলাদেশ দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ী ম্যাচে অংশ না নিলে বাংলাদেশের জন্য পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। আইসিসির অবস্থান ছিল কঠোর এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি।
এদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত বিসিবি কিংবা বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে জানা গেছে, রোববার বিসিবি আইসিসিকে একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘বিবেচনা’ করার অনুরোধ জানিয়েছিল।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা মুম্বাইয়ে।
বিজ্ঞাপন
বাংলাদেশের ভারতে খেলতে অনীহার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে সাম্প্রতিক ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের অবনতি। বিশেষ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ‘ছেড়ে দিতে’ বিসিসিআইয়ের নির্দেশ দেওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে।
৯ কোটি ২০ লাখ টাকায় কেকেআরের হয়ে খেলার সুযোগ পাওয়া মোস্তাফিজকে কেন বাদ দিতে বলা হলো—এ বিষয়ে বিসিসিআই কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এর প্রতিবাদ জানানো ছাড়াও সম্ভাব্য নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়।
বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া মোস্তাফিজের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করলেও, এ সিদ্ধান্তের পেছনে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল কি না—তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
বিজ্ঞাপন
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অনুরোধ আইসিসির কাছে গ্রহণযোগ্য হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির চেয়ারম্যান জয় শাহের কাছেও বিসিবির আবেদন টেকেনি। উল্লেখ্য, জয় শাহ ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থান ও আইসিসির কঠোর সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।








