বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে: রমিজ রাজা

আইপিএল থেকে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি রমিজ রাজা।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, আমার মতে বাংলাদেশ তাদের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ খেলোয়াড়দের নিরাপত্তাই সবার আগে।
আক্ষেপ করে তিনি বলেন, খেলা এবং রাজনীতি কখনো এক করা উচিত নয়। মোস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, অথচ তাকে যেভাবে রাজনৈতিক চাপের মুখে বাদ দেওয়া হয়েছে তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে।
বিজ্ঞাপন
রমিজ রাজা অতীতে পাকিস্তানের সঙ্গে হওয়া ভারতের আচরণের উদাহরণ টেনে বলেন, এর আগে এশিয়া কাপে ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি এবং তাদের ম্যাচগুলো সরিয়ে নিয়েছিল। আজ বাংলাদেশের সঙ্গে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক।
এদিকে মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলার বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে নিরাপদ বোধ করছে না এবং তারা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী।
বিজ্ঞাপন
বাংলাদেশ অংশ না নিলে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে বিসিসিআই। এই সংকট এড়াতে ভারত এখন বাংলাদেশ দলকে ‘রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা’ (যা সরকারপ্রধানরা পেয়ে থাকেন) দেওয়ার নজিরবিহীন প্রস্তাব দিয়েছে। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।
দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যম জানিয়েছে, ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আজই আইসিসি ও বিসিবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বিশ্ব ক্রিকেটের দৃষ্টি আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে।
বিজ্ঞাপন








