Logo

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ নিয়ে যা বলল বিসিসিআই কর্মকর্তা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৯:০৬
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ নিয়ে যা বলল বিসিসিআই কর্মকর্তা
ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর একজন কর্মকর্তা বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই কর্মকর্তাটি বলেন, প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার মধ্যে যা করতে পারে, সেটাই করেছে। বিষয়টি তাদের ব্যথিত করেছে বলে প্রতিক্রিয়া এসেছে। তবে এতে ভারত বা আইপিএলে কোনো বড় প্রভাব পড়বে না।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশের প্রতিক্রিয়াকে স্বাভাবিক হিসেবে দেখছি, এর বাইরে কিছু নেই।

বিজ্ঞাপন

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ প্রকাশিত হয়। বিসিসিআই-এর এই সিদ্ধান্তের যৌক্তিক কারণ বাংলাদেশে জানা যায়নি। ফলে দেশের জনগণ এতে ব্যথিত ও মর্মাহত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার/প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আদেশটি জনস্বার্থ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই পদক্ষেপে অমসৃণ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে আশা প্রকাশ করছেন, পরবর্তী সময়ে মোস্তাফিজুর রহমানের বিষয়ে স্পষ্ট ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যাতে ক্রিকেটপ্রেমীরা তাদের প্রিয় খেলায় পুনরায় রোমাঞ্চ উপভোগ করতে পারেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD