চারদিকে আলোচনার ঝড়ের মাঝে বিন্দাস মুস্তাফিজ

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পড়ার পরও ক্রিকেটাঙ্গনে আলোচনার ঝড় চললেও, মুস্তাফিজুর রহমান এখনো খেলার মুডে রয়েছেন। রংপুর রাইডার্সের সতীর্থ ও কিপার ব্যাটার নুরুল হাসান সোহান জানিয়েছেন, মুস্তাফিজ আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে ভালো আছেন।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) বিপিএলের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছিলেন। শেষ ১৮ বলে ঢাকার কাছে ২৫ রান প্রয়োজন ছিল, উইকেট ছিল ৭টি। সে সময় মুস্তাফিজ ১৮তম ওভারে মাত্র দুই রান দিতে পারেন এবং পরের ওভারে চার রান খরচ করেন। তাঁর বোলিংয়ের কারণে ঢাকার ব্যাটাররা রান তুলতে পারলো না এবং রংপুর ম্যাচ জিতে নেয়।
ম্যাচের পর সোহান বলেন, মুস্তাফিজ বিশ্বমানের বোলার, অনেকদিন ধরে প্রমাণ করেছে। ওর ওপর সবার ভরসা আছে। সবসময় আমাদের মুগ্ধ করে।
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, মুস্তাফিজ বিন্দাস মেজাজে আছে, যদিও হয়তো কিছুটা খারাপ লাগাও থাকতে পারে, কারণ ও যা পাওয়ার দাবি রাখে। কিন্তু ওর মনোবল ঠিক আছে। সোশ্যাল মিডিয়া বা বাইরের আলোচনা খুব একটা দেখে না। দলের মধ্যে অবশ্য বিষয়টি আলোচনা হয়েছে।
সোহান আরও বলেন, মুস্তাফিজ স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে সেরাটা দিতে। আমার কাছে মনে হয়, এমন পরিস্থিতিতেও ও বিন্দাস আছে এবং পুরোপুরি ফোকাস করে খেলে যাচ্ছে।
বিজ্ঞাপন
এইভাবে দেশের ক্রিকেটাঙ্গনের আলোচনার মাঝেও মুস্তাফিজ তার খেলা দিয়ে প্রমাণ করতে প্রস্তুত। বোলিং, মানসিক দৃঢ়তা এবং দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার সামর্থ্য এখনো যথেষ্ট শক্তিশালী তার কাছে।








