Logo

বিপিএলে আত্মবিশ্বাস অর্জন করে বিশ্বকাপে নামার পরিকল্পনা সোহানের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৪:০৭
বিপিএলে আত্মবিশ্বাস অর্জন করে বিশ্বকাপে নামার পরিকল্পনা সোহানের
ছবি: সংগৃহীত

নুরুল হাসান সোহান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য অপেক্ষা করছেন। প্রাথমিক স্কোয়াডে থাকা এই কিপার-ব্যাটার বলেছেন, বিশ্বমঞ্চে নামার আগে বিপিএল থেকে অর্জিত আত্মবিশ্বাস তার জন্য বড় সহায়ক হবে। চলমান বিপিএল ২০২৬-এ রংপুর রাইডার্সের নেতৃত্বে তিনি দলের হয়ে দুই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন, যা তার মনোবল বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘ওভাবে অফিশিয়ালি জানি না (দলে আছি কিনা)। খেলায় ছিলাম, দলে থাকলে আলহামদুলিল্লাহ।’

এরপর তিনি নিজের লক্ষ্য স্পষ্ট করে বলেন, এখন যেহেতু রংপুরের হয়ে খেলছি, এখানে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। পরেই বিশ্বকাপ। এখান থেকে যে আত্মবিশ্বাস পাব, তা বিশ্বকাপে কাজে দিব।

বিজ্ঞাপন

জাতীয় দলের সতীর্থ সাইফ হাসানের ফর্ম নিয়ে সোহান মন্তব্য করেন, (সাইফ) হয়তো এখন রান করতে পারছে না। তবে আশা করি খুব শিগগিরই ভালো রানে ফিরবে। সে একজন প্রতিভাবান প্লেয়ার, এবং নিজেকে প্রমাণ করেছে। ইনশাআল্লাহ খুব শিগগিরই বড় রান করবে।

রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়েও সোহান বলেন, আমার কাছে মনে হয় আমরা একটা দল হিসেবে খেলতে চাই। টুর্নামেন্টের মাঝে সবাই প্রতিদিন পারফর্ম করতে পারবে না। তবে যার যেদিন দরকার, সেই সামর্থ্যে সবাই আছে এবং দলের জয়ে অবদান রাখবে।

বিজ্ঞাপন

সোহানের এই মনোভাবই দেখাচ্ছে, বিপিএল থেকে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে নামার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD